শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
বাংলাদেশ স্কাউটস দাউদকান্দি উপজেলা শাখা কর্তৃক স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে৷
বুধবার(২২ ফেব্রুয়ারি)সকালে দাউদকান্দি আর্দশ(পাইলট)উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস দাউদকান্দি উপজেলার আয়োজনে শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ শোচনা করা হয়৷ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এ কে এম ফজলুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে থেকে কেক কাটেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান৷
এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দীন,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেছবাহ উদ্দিন সরকার,স্কাউটস ইউনিট লিডার আবুল হোসেন,নুরুননাহার,সফিউল আলম টিটু,শাহাদাত হোসেনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন৷
জন্মবার্ষিকীর কেক কাটা শেষ শোভাযাত্রা নিয়ে দাউদকান্দি পৌর সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে৷