1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন নেকবর হোসেন - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বুড়িচংয়ে সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন নেকবর হোসেন

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার।। 
কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। উপজেলায় মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অধিকাংশ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

গত দুই দিন ধরে নেই বিদ্যুৎ। বলা চলে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে তলিয়ে যাওয়া সড়কে ত্রাণ এবং নৌকাবাহী দুই একটি ট্রাক চলতে দেখা গেছে।

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। ফলে সঠিক তথ্য না জানায় উদ্ধার তৎপরতায় এবং ত্রাণ বিতরণেও সমস্যা হচ্ছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ভেঙে পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকার গোমতীর বাঁধ। এরপরই দ্রুত সময়ের মধ্যে প্লাবিত হয় পুরো উপজেলা। এতে ডুবে যায় অনেক এলাকার ঘরবাড়ি। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুতের সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে মোবাইল টাওয়ারগুলো। অনেক এলাকায় শনিবার ভোর পর্যন্ত ব্যাটারি দিয়ে টাওয়ারগুলো সচল রাখা হয়েছে। বর্তমানে অধিকাংশ এলাকায় নেটওয়ার্ক না থাকায় মোবাইল যোগাযোগও বন্ধ রয়েছে। এতে পানিবন্দিদের মাঝে ত্রাণেরও সমস্যা হচ্ছে।

অপরদিকে বুড়িচং উপজেলার প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাঝে মাঝে ত্রাণ এবং নৌকা বহনকারহী দুই-একটি ট্রাক চলতে দেখা গেছে।

স্বেচ্ছাসেবকরা বলেন, অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পানিবন্দিদের উদ্ধার এবং ত্রাণ বিতরণেও সমস্যা হচ্ছে। বানভাসিদের খাবার পৌঁছানের অপেক্ষায় রয়েছি।
কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, অর্ধশতাধিকের বেশি গ্রাম পানির নিচে। এতে বিদ্যুতের মিটারগুলো পানিতে ভাসছে। দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD