1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ার ভাইস চেয়ারম্যান শরীফের বিরুদ্ধে হত্যা মামলা - Dainik Cumilla
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণপাড়া কৃতি সন্তান এডভোকেট নূরুল হুদা কুসিক কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলন, দুদকের অভিযান নাঙ্গলকোটে শিবিরের পক্ষ থেকে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের লাকসামে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ব্রাহ্মণপাড়ার ভাইস চেয়ারম্যান শরীফের বিরুদ্ধে হত্যা মামলা

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লায় ছাত্র-জনতার আন্দোলনে জেলার কোটবাড়ি বিশ্ব রোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে একজন নিহতের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪শ’ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই হত্যা মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকেও আসামি করা হয়।

রোববার ( ১৮ আগস্ট ) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এ হত্যা মামলা দায়ের করেন দিশাবন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান।
নিহত মাসুম মিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার শাহিন মিয়ার ছেলে।

জানা গেছে, ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন মাসুম মিয়া। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মনির হোসেন নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবি দেখে মামলার বাদী ও নিহতের স্বজনরা মাসুম মিয়াকে সনাক্ত করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মাসুম মিয়া হত্যার ঘটনায় রোববার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৪শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকেও আসামি করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD