গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।
ওয়াটার এন্ড স্যানিটেশন ফর দ্যা আরবান পুওর (ওসাপ) বাংলাদেশ, কুমিল্লা প্রজেক্ট অফিসের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন, কুমিল্লার সহযোগিতায় “পানির ব্যবহারে হই সচেতন – নিশ্চিত করি নিরাপদ জীবন” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন (বুধবার)সকাল ১০ টায় নগরীর একটি অভিজাত হল রুমে নগরীর ২৫ টি মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন (WSUP) এর সুপার ভিশন ইন্জিনিয়ার মোঃ জিকরুল হক।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত (সি ই ও)আশরাফুন নাহার।
বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ফিল্ড সুপার ভাইজার মোঃ রেজাউল করিম, মোঃ মাসুদ রানা এবং (WSUP) হাইজিন স্পেশালিস্ট আকলিমা খাতুন।
এসময় পানির অপচয় রোধ, বিশুদ্ধ পানি পান,পানির লাইনে লিকেজ বিষয়ক সচেতনতা,পানির উৎসের প্ল্যাটফর্ম ও ট্যাপ সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার এবং বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন অতিথিগন।