1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিপিএল ৪র্থ শিরোপা জয়ে কুমিল্লার পথে পথে আনন্দ মিছিল - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত কুমিল্লার ৫ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক

বিপিএল ৪র্থ শিরোপা জয়ে কুমিল্লার পথে পথে আনন্দ মিছিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আশরে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনালে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবার শিরোপা ঘড়ে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের সাথে সাথে কুমিল্লা জুড়ে শুরু হয় আনন্দ মিছিল। মুহূর্তেই কুমিল্লা নগরী পরিনত হয়ে উঠে মিছিলের নগরীতে। নগরীর তেলিকোনা, চকবাজার, পুলিশ লাইন, ঝাউতলা, রেসকোর্স, জিলাস্কুল রোড, রাজগঞ্জ, চকবাজার, চৌমুহনী, হাউজিং এস্টেট, নুরপুর, মোগলটুলি, ঝাউতলা, ভিক্টোরিয়া সরকারি কলেজে রোড, বাদুরতলা, ধর্মপুরসহ অলি-গলি থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর প্রানকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্তর ও টাউন হলে সমবেত হয় কিশোর,যুবক এবং বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। ঢোল- বাঁশিসহ নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে তারা আনন্দ মিছিল করে। এসময় নগরীর বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে আগত লোকজন কুমিল্লা কুমিল্লা শ্লোগানে মুখরিত করে তোলে নগরীর। পিকআপ ভ্যানে নেচে নেচে আনন্দ মিছিল করে। মোটরসাইকেলের হরণ বাজিয়ে শোভাযাত্রা বের করে। মিছিলে আগত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র ফাহিম জানান, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের চতুর্থ শিরোপা জয়লাভ করায় কি যে আনন্দ লাগতেছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। লেখা দেখার সময় মনে হয়েছে কুমিল্লা বুঝি হেরে যাচ্ছে। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়লাভ করায় মিছিল করে কান্দিপাড় এসেছি।

কুমিল্লা সাত্তার খান কমপ্লেক্স এর কাপড় ব্যাবসায়ী মাহমুদউল্লাহ জানান, দোকান বন্ধ করে মোবাইলে খেলা দেখেছি। কুমিল্লা জয়লাভ করার কারণে কি যে খুশি লাগতেছে। কুমিল্লা আমাদের আবেগের একটি নাম। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের আবেগকে গুরুত্ব দিয়ে কুমিল্লা নামেই বিভাগ করার জন্য তাঁর নিকট আহবান জানাচ্ছি।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন এক প্রতিক্রিয়ায় বলেন, কুমিল্লা বিপিএলের চতুর্থ শিরোপা নিজেদের করে নেয়ার কারণে কুমিল্লার মানুষ পথে পথে আনন্দ মিছিল করছে। তারা আজ মন খুলে আনন্দ করছেন। কুমিল্লা একটি প্রচীন জেলা। এখানে লোকজন খেলাকে ভালবাসে। কুমিল্লা আমাদের একটি আবেগের নাম। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার সবসময় একটি কথা বলেন, কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ। বিপিএলে চতুর্থবার শিরোপা জিতে কুমিল্লা তা প্রমাণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লার এ বিজয়ের মাধ্যমে অনুরোধ করবো তিনি যেন কুমিল্লা নামেই আমাদেরকে বিভাগ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD