1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম নিয়ে দ্বন্দ্ব, নেমপ্লেট ভাংচুর - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম নিয়ে দ্বন্দ্ব, নেমপ্লেট ভাংচুর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৭৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে মসজিদের নেমপ্লেট ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত বুধবার ২২মে সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মো. হারুনুর রশীদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা হুড়ারপাড় এলাকার “হুড়ারপাড় হাজী বাড়ী জামে মসজিদ” পুরনো একটি মসজিদ। পুরনো মসজিদে পর্যাপ্ত মুসল্লির জায়গা না থাকায় মসজিদটি প্রশস্ত করার লক্ষ্যে কমিটির সভাপতি মো. হারুনুর রশীদ ও তার চাচাতো ভাই মিলে মসজিদের অপর পাশে মসজিদের নামে ৯ শতক জায়গা দান করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুরনো মসজিদের পাশেই মসজিদটি পুননির্মাণ করা হয়। কিছু দিন ধরে মসজিদের নাম থেকে “হাজী বাড়ি” বাদ দিতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় গত ২২ মে সকাল দশটার দিকে একই এলাকার হাজী আবদুল খালেকের ছেলে মানিক মিয়া ও মোবারক মিয়া, ইসলাম মিয়ার ছেলে ফারুক মিয়া, আবু জাহেরের ছেলে এমরান হোসেন, আবুল কাশেমের ছেলে মিন্টু মিয়া, আবদুল মালেকের ছেলে সাদেক মিয়া, মকবুল মিয়ার ছেলে আল-আমীন, মনু মিয়ার ছেলে মো. ইমন, আল মামুনের ছেলে মো. অপু সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে হাতে লাঠিসোঁটা ও ড্রিল মেশিন দিয়ে মসজিদের নেমপ্লেট থেকে মসজিদের নামের “হাজী বাড়ী” অংশটি ভেঙে ফেলে। এ সময় তাদেরকে বাধা দিলে তারা বাধা প্রদানকারীদের বিশ্রী ভাষায় গালমন্দ করে মারতে তেড়ে আসে। গতকাল বৃহস্পতিবার মিডিয়া কর্মীদের সামনে ভাংচুরকারীরা নামের পক্ষের লোকদের হুমকি প্রদান করে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. হারুনুর রশীদ।

এ বিষয়ে কনু মিয়া মেম্বার বলেন, আমাদের আগের মসজিদটি অনেক পুরাতন হয়ে গেছে। আমাদের এ মসজিদটি নতুন করে ২০১৯ সালে কাজ শুরু করি। মসজিদের জায়গাটা হারুন মাস্টার দান করেছে। দান কৃত দলিলে হুড়ারপাড় হাজী বাড়ি জামে মসজিদ লেখা তাই এ নামেই মসজিদের নামকরণ করা হয়। পরে নাম নিয়ে কয়েকজন মুসল্লী আপত্তি করে। অভিযোগের ভিত্তিতে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসছি কোন সমাধান হয়নি। গতকালকে নেমপ্লেট ভাঙার পর হারুন মাস্টার থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযুক্ত মামুন বলেন, আমাদের এ মসজিদের নাম হুড়ারপাড় জামে মসজিদ। কিন্তু নতুন মসজিদ করার পরে তারা এ মসজিদের নাম করেন হুড়ারপাড় হাজী বাড়ি জামে মসজিদ।

মসজিদ কমিটির সভাপতি মো. হারুনুর রশিদ মাস্টার বলেন, আমাদের মসজিদটি অনেক পুরাতন এবং মুসল্লী জায়গা না হওয়ায় পাশেই নতুন করে সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণ করি। মসজিদের জায়গাটি আমি এবং আমার চাচাতো ভাই দান করি। দান কৃত দলিলে হুড়ারপাড় হাজী বাড়ি জামে মসজিদ নামে করা হয় এবং এ নামেই চলে আসছে । মসজিদের নামকরণ করা হয় হুড়ারপাড় হাজী বাড়ি জামে মসজিদ। কিন্তু তারা আগে এটার বিরোধিতা করে নাই এখন এসে কনু মেম্বারের বাড়ির কয়েকজন এটার বিরোধিতা করছে। তারা প্রকাশ্যে মসজিদের নেমপ্লেটটি ভেঙে ফেলছে। আমি থানায় অভিযোগ করেছি। আমি এটার বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়ে এস আই নাসির উদ্দিন কে দায়িত্ব প্রদান করা হয়েছে। সে এখনো রিপোর্ট করে নাই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD