1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না....আবুল হাসেম খান এমপি - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না….আবুল হাসেম খান এমপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ বার পঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

বাংলাদেশের দরিদ্র, অসহায়, নিঃস্ব ও সম্বলহীন একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বর্তমান সরকার গৃহহীন ও ভূমিহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন বা ঠিকানা-বিহীন থাকবে না। এটাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করনের লক্ষে কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, জমি ও ঘর পাওয়ার পর অনেক গৃহহীন ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। এদের প্রত্যেকেই ইতিমধ্যে জমি ও ঘর দেওয়া হয়েছে। এই আশ্রয়ন প্রকল্প থেকে যারা ঘর ও জায়গা পেয়েছেন তাদের মুখের হাসি ও মনের সন্তুষ্টি থেকে বড় আর কোন প্রাপ্তি হতে পারে না।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, আতিকুর রহমান রিয়াদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মুহম্মদ আব্দুর রহিম, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এণামুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাজবুবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইজমাল হাসান, প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ রফিকুল ইসলাম, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মাসুদ আলম হায়দার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাবেক ছাত্রনেতা দীপু খান চৌধুরীসহ রাজনৈতিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD