তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লা তিতাসে বীর মুক্তিযোদ্ধা এম রিয়াজ উদ্দিন (৭০) মারা গেছেন।
শুক্রবার সকাল ৯টায় রাজধানীর সিএমএস হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই বীর মুক্তিযোদ্ধার মেয়ে রিমো আক্তার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত কতে বলেন, তাঁর বাবা এম রিয়াজ উদ্দিন অনেক দিন ধরেই কিডনি ও হৃদরোগ জটিলতায় ভুগছিলেন। গত ৩ মে তাঁকে সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এম রিয়াজ উদ্দিন তার স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা এম রিয়াজ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা পরিবারসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে তিতাস উপজেলা বন্দরামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ সমাহিত করা হয়।