শামীম রায়হান,স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনায় ৪শত ২৫ বোতল ফেন্সিডিলসহ মাইক্রোবাস আটক করেছে হোমনা থানা পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় হোমনা থানার এসআই নিভু রঞ্জন দত্ত এ এসআই মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর সাদ্দাম বাজারের মোবারকের ফার্নিচার দোকানের সামনের সড়কে চেক পোষ্ট( তল্লাশি চৌকি) বসিয়ে সন্দেহ জনক একটি হায়েস মাইক্রোবাস আটক করে । পরে মাইক্রোবাস থেকে ৪শত২৫ বোতল ফেন্সিডিলসহ মাইক্রোবাস(ঢাকা মেট্রো-চ ১৬-১৯২৬)জব্দ করতে পারলেও মাক্রোবাসের চালক ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়দের সামনে মাইক্রোবাসের ভেতরে তল্লাসি চালিয়ে দুই ব্যাগে ৪শত২৫ বোতল ফেন্সিডিল জব্দ করে।
হোমনা থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানায়, কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং মাদক নির্মূলের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে সাদ্দাম বাজারে তল্লাসি চৌকি বসিয়ে ৪শত২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হোমনা থানায় অজ্ঞাতনামা আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।