1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
জিপি বন্ধ করে কথা রেখেছে কুমিল্লা ৫ সংসদ সদস্য আলহাজ্ব এমএ জাহের - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

জিপি বন্ধ করে কথা রেখেছে কুমিল্লা ৫ সংসদ সদস্য আলহাজ্ব এমএ জাহের

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পঠিত

মারুফ হোসেন:

এমপি হওয়ার পূর্বে কথা দিয়েছিলেন কুমিল্লা ৫ ( বুড়িচং -বিপাড়া) থেকে জিপি বন্ধ করবে এবং সকল ক্ষেত্রে উন্নয়ন করবে । উন্নয়নের জোয়ার এসেছে কুমিল্লা ৫ আসনে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ইতিমধ্যে ব্যাপক উন্নয়নের সাড়া দিয়েছে।

রাজাপুর ইউনিয়ন যুবলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী মোঃ জসীমউদ্দিন বলেন আমাদের নেতা আলহাজ্ব এমএ জাহের সাধারণ মানুষকে দেওয়া কথা রেখেছে। ১লা বৈশাখ ১৪৩১ থেকে বন্ধ করে দিলো জিপি নামের চাঁদাবাজি। সাধারণ ড্রাইভার এর কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল চাঁদাবাজি নামে জিপি। সিএনজি চালকদের অভিযোগ ছিলো শাসনগাছা-ব্রাহ্মণপাড়ার ২৩ কিলোমিটার সড়কে জিপির নামে প্রতিদিন সিএনজিপ্রতি ৩৫০ টাকা করে চাঁদা দিতে হতো। কুমিল্লা থেকে বিপাড়া যেতে শাসনগাছা স্ট্যান্ড, পালপাড়া, ভরাশাল, বুড়িচং, চৌমুহনী ও বি-পাড়া স্ট্যান্ডে,মীরপুর,নিমসার বাজার, জিপির টাকা দিতে হতো। বাগড়া বাজার, শশীদল,শংকুচাইল,ফকির বাজার ঈদগাহ পর্যন্ত দৈনিক মোট দেওয়া হতো ৩৫০-৪০০ টাকা । এগুলো আজ থেকে বন্ধ হলো। ড্রাইভার সহ যাত্রীরা বলেন আমরা এমপি কে ধন্যবাদ জানাচ্ছি জিপি নামে এ অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য।

তবে সাধারণ যাত্রীদের বক্তব্য জিপি নামে চাঁদার দোহাই দিয়ে আমাদের কাছ থেকে ভাড়া বেশী নিতো।এখন তো জিপি বন্ধ। আমাদের কাছ থেকে ভাড়া বেশী না নিয়ে তা নির্ধারিত করে দেওয়া হউক।
সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা।সিএনজি ড্রাইভাররা বলেন চাঁদাবাজরা আমাদের কাছ থেকে দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে থেকে চাদা আদায় করতো।

এ বিষয়ে নবনির্বাচিত আলহাজ্ব এমএ জাহের বলেন গরিব অসহায় মানুষের কাছ থেকে যারা চাঁদা নিয়েছে তারা এখন সঠিক জবাব পেয়েছে। আমি এমএ জাহের এসেছি মানুষের কল্যাণে খাদেম হয়ে কাজ করতে। কোনো সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সমৃদ্ধ কুমিল্লা ৫ ( বুড়িচং -বিপাড়া) গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। তবে কল্যাণ ফান্ড নামে যে ফান্ড রয়েছে এটার নামে যে চাঁদা তোলা হতো এটাও বন্ধ থাকবে। তবে সংসদ সদস্য আলহাজ্ব এমএ জাহের বলেন বাজার যানজট নিরসনে যে লোকজন নিয়োগ করা হবে তাদের বেতন আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD