1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দিনে ক্লাস করে রাতে অটোরিকশা চালিয়ে জিপিএ ৫ পেয়েছেন মাসুদ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

দিনে ক্লাস করে রাতে অটোরিকশা চালিয়ে জিপিএ ৫ পেয়েছেন মাসুদ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

যদি লক্ষ থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে। হৃদয়ে প্রবল বিশ্বাস আর কঠোর অধ্যবসায়ের কারণে দিনে কলেজের ক্লাস করে সন্ধ্যা থেকে অটোরিকশা চালিয়ে জিপিএ ৫ পেয়েছেন মো. মাসুদ রানা । কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের সানু মিয়ার কনিষ্ঠ ছেলে মাসুদ। বাবা বাজারে ঝুড়িতে মাছ নিয়ে ব্যাবসা করতেন এখন বয়স হওয়ার কারণে গ্রামের একটি টং দোকান দিয়েছেন। চার ভাই দুই বোনসহ মাসুদের পরিবারে মোট ৮ জন লোকের বসবাস। ধার দেনা করে অনেক কষ্টে এক ভাইকে বিদেশ পাঠালে ওই সেখানে নানা জটিলতার কারণে স্থান হতে পারেনি। ওখানের মালিক পক্ষ অল্প কদিনের মধ্যে তাকে আবার দেশে পাঠিয়ে দেয়। এত কষ্ট করে
চারদিক থেকে রিন করে ছেলেকে বিদেশ পাঠালে সেখানে স্থায়ী না হওয়ার করাণে বাবা সানু মিয়ার চোখে মুখে হতাশা দেখা দেয়।
প্রতিনিয়ত সংসারের অভাব-অনটন লেগেই থাকত। সেজন্য পরিবারের ছোট ছেলে হয়েও বাবার পাশাপাশি সংসারের হাল ধরার জন্য মাসুদ চালিয়েছেন অটোরিকশা। বাবার কাদ থেকে রিনের বোঝা কমানোর জন্য বেছে নিয়েছেন অটো রিকশা চালানোর মত কঠিন সিদ্ধান্ত। অরোরিকশা চালানোর পাশাপাশি অংশ নেন এবারের এইচএসসি পরীক্ষায়। এইচএসসি পরিক্ষায় মাসুদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন।

বাবার ব্যবসায় ক্ষতি পুষিয়ে নিতে ও সংসারের হাল ধরে মাসুদ রানা। রাতে এবং কলেজ বন্ধ থাকলে অটোরিকশা চালিয়ে উপার্জনের টাকা তুলে দিতেন বাবার হাতে।

দুই ভাই বোনের লেখাপড়ার পাশাপাশি আমি রিকশা চালানোর সিদ্ধান্ত নেই। দিনে ক্লাশ করে সন্ধ্যায় রিকশা চালাতাম। রিকশা চালিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ ও নিজের ও ছোট বোনের লেখাপড়ার খরচ চালিয়েছি। আমার এই অর্জন সম্ভব হয়েছে শুধু আমার মা-বাবা ও ভাইরাসহ আমাদের কলেজের পিন্সিপাল স্যার ও জাহাঙ্গীর আলম এবং রুহুল আমিনসহ অন্যান্য স্যারের জন্য। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই স্যারেরা আমাকে বিভিন্ন পরার্মশ ও লেখাপড়ার মান উন্নয়নের জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণাও দিতেন।

বাহ্মণপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. ফারক আহম্মদ বলেন, আপনার মাধ্যমেই আমি বিষয়টি জেনেছি। মাসুদ দিনে ক্লাস করে রাতে অটোরিকশা চালিয়ে জিপিএ ৫ পেয়েছে। এটা অন্যন্য শিক্ষর্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সরকারি ভাবে তার জন্য কিছু করার থাকলে আমরা তা করব।

বাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ঢাকা মেইলকে জানান, আসলে আমি জানতাম না আপনার থেকেই প্রথম জেনেছি। মাসুদের ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি ইনস্পায়ার মূলক বিষয়। এত স্ট্রাগল করে সে এমন ভাল ফল অর্জন করেছে এটা অনেক বড় পাওয়া। সে চাইলে আমরা প্রশাসন থেকে তাকে অবশ্যই হেল্প করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD