1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনা-বাড়েরা সড়কের পাশে ময়লার স্তূপ বাড়িয়েছে জনদুর্ভোগ, অন্যদিকে রাস্তার বেহালদশা ! - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

চান্দিনা-বাড়েরা সড়কের পাশে ময়লার স্তূপ বাড়িয়েছে জনদুর্ভোগ, অন্যদিকে রাস্তার বেহালদশা !

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার চান্দিনা-বাড়েরা সড়কের পাশে চান্দিনা পৌরসভা শেষ সীমানা বড়পুল সংলগ্ন এলাকায় কয়েক বছর ধরে বর্জ্য ফেলে আসছে চান্দিনা পৌরসভা। এমনকি নিমসার বাজারের কাঁচা সব্জির বর্জ্যও।
এরফলে পথচারী, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, আবর্জনার কারণে খালে পানির প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। বিষাক্ত পানি আটকে গিয়ে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি করছে আর শুষ্ক মৌসুমে দুর্গন্ধ প্রকট হয়ে উঠছে।
সরেজমিন দেখা যায়- রাস্তার ও খালের পাশে মহাসড়কের ফুটপাত দখল করে আবর্জনা স্তূপ করে রাখা হচ্ছে। প্রতিদিন ট্রাক ও ভ্যানগাড়ি দিয়ে বর্জ্য ফেলানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভ্যানগাড়ির চালক জানান- প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে ভ্যানে করে আনা বর্জ্য এখানে ফেলা হয়।
চান্দিনা বাড়েরা রোডের সিএনজি চালক আবুল কালাম জানান- আবর্জনার দুর্গন্ধের কারণে এই রোডে যাত্রীর সংখ্যার আগের তুলনায় কম। এর কারণে আমাদের আয়ও কমে গেছে। এই রোডে যাতায়াতকারী সবারই দুর্ভোগের কারণ হয়ে উঠেছে এ ময়লার ভাগাড়। বর্জ্য ফেলার স্থান থেকে আধা কিলোমিটার এলাকা জুড়ে মানুষকে নাকে মুখে রুমাল চেপে থাকতে হয়।
ডুমুরিয়ার গ্রামের একজন ব্যক্তি বলেন- সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কের পাশে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ না করার বিষয়ে ডুমুরিয়াবাসী অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছে। কিন্তু কে শুনে কার কথা। তাছাড়াও এরপাশে পুরাতন ব্রীজটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, পৌর কর্তৃপক্ষ নিজেই ময়লা ফেলতে নিষেধ করে, নিজেই আবার সেখানে ময়লা ফেলছে। আর যেখানে ময়লা ফেলা হচ্ছে সে স্থানটি পৌরসভার প্রবেশদ্বার। এরফলে খালের পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
চান্দিনা-বাড়েরা সড়কের অটোরিকশা চালক মোঃ শাহজাহান বলেন- বাড়েরা থেকে চান্দিনা বাজারে আসার পথে দেখা যায় সড়কের ওপর অনেক সময় ময়লা পড়ে থাকে। ডুমুরিয়া বড়পুলের পাশের সড়কের ফুটপাত ময়লার দখলে থাকে। দুর্গন্ধে যাত্রীদের দম বন্ধ হওয়ার জোগাড় হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD