1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

মুরাদনগরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সর্দি-জ্বর, ডায়রিয়া, নিউমোনয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। একই ঘরে আক্রান্ত হচ্ছেন একাধিক সদস্য। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতাল গুলোতে বাড়ছে এসব রোগির সংখ্যা। চিকিৎসকরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে এখন ভাইরাসজনিত জ্বরের প্রকোপ বেড়েছে। এই জ্বর হাঁচি-কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়াচ্ছে। সাধারণত তিন থেকে সাতদিন জ্বর, সর্দি ও কাশির তীব্রতা থাকছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু।
কিন্তু চিকিৎসকদের পরামর্শ, অসুস্থ হওয়ার অন্যতম উপসর্গ জ্বর। সাধারণ জ্বর হলে দু-তিনদিনের মধ্যে এমনিতেই সেরে যায়। কিন্তু জ্বর তিনদিনের বেশি থাকলে চিকিৎসাসেবা নেওয়াটা জরুরি।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড়। সবচেয়ে বেশি ভিড় মেডিসিন বিভাগে। হাসপাতালের তথ্যে জানা যায়, অন্য সাধারণ সময়ের তুলনায় রোগী বেড়েছে অনেক। তাদের বেশিরভাগই জ্বর-ঠান্ডাজনিত রোগী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশু চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অনেক রোগী দেখেছি। গত সপ্তাহ থেকে রোগী বাড়ছে। বেশির ভাগই জ্বর, ঠান্ডা-কাশি, ডায়রিয়া, অ্যাজমা, হাঁপানি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী। তাদের মধ্যে শিশু ও বয়ষ্ক রোগীই বেশী। সাধারণত ঋতু পরিবর্তনের কারনেই এ ধরণের সমস্যা এখন বেশী হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে এখন ভাইরাসজনিত জ্বরের প্রকোপ বেড়েছে। এই জ্বর একজন থেকে অন্যজনে ছড়াচ্ছে। তিনদিনের বেশি জ্বর থাকলে অবহেলা করা উচিত নয়। পরীক্ষা করানো উচিত। তিনদিনের বেশি জ্বর থাকলে দ্রæত চিকিৎসকের কাছে যেতে হবে। বিশেষত, শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD