মারুফ হোসেন:
কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসীম উদ্দিন ও বিশিষ্ট শিল্পপতি দানবীর উপজেলা বিএনপির উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম ভুঁইয়া এর নেতৃত্বে একটি বিশাল শোক র্যালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাঃ নজরুল ইসলাম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল,উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ প্রমুখ। এসময় উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।