1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই-মো: মুজিবুল হক মুজিব এমপি - Dainik Cumilla
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি গণমাধ্যমের স্বাধীনতা বন্ধ হলেই গণতন্ত্র রুদ্ধ হয় – ডক্টর ইমরান আনসারী কুমিল্লায় ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ কুমিল্লা সীমান্তে ভারতে মানব পাচারকালে সিএনজি সহ ৫ জন আটক কুমিল্লায় নামিদামি ব্র্যান্ডের বস্তায় স্থানীয় চাল, দুই রাইস মিলকে জরিমানা কুমিল্লায় সেই ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর ওপর হামলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হচ্ছে ১০ লেন, সমীক্ষা শেষ চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই-মো: মুজিবুল হক মুজিব এমপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেছেন দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নবাসীর উদ্যেগে গতকাল বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব ট্রিপল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এড. হনুফা আক্তার রিক্তা। টুর্নামেন্ট পরিচালনা কমিটিস ভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো: আবু তাহের, মেয়র মীর হোসেন মীরু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, কাশিনগর ইউ অফিস চেয়ারম্যান মোশারফ হোসেন, কালিকাপুরি অফিস চেয়ারম্যান বিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাসুম, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম, গোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন , বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা এনামুল হক হাজারী এনাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মনিরুজ্জামান জুয়েল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় কাশিনগর ফুটবল একাদশ মুন্সিরহাটের ভুলু ফুটবল একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উৎসব মুখর পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী দুই দলে দেশি খেলোয়াড়ের পাশাপাশি বেশ কয়েকজন জনপ্রিয় বিদেশী খেলোয়াড় অংশগ্রহণ করেন। দীর্ঘ এক মাস ব্যাপী এই জনপ্রিয় ফুটবল খেলা শান্তিপূর্ণ ও উৎসব মকর পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তা এলাকাবাসীর প্রতি টুর্নামেন্ট কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তফা মনিরুজ্জামান জুয়েল ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD