1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৭ - Dainik Cumilla
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসী যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু কুমিল্লা নগরীর ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ধরে পাবলিক লাইব্রেরিটির অস্তিত্ব নেই কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মাল জব্দ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৭

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম।।  কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করেছে। পৃথক অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের শফিকুর রহমানের ছেলে অহিদুর রহমান জাফর, শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের মাস্টার আব্দুল খালেকের ছেলে পারভেজ আহাম্মদ, একই গ্রামের আয়াত আলীর ছেলে রুবেল আহাম্মেদ, আব্দুল বারেকের ছেলে মহিন উদ্দিন, মুন্সীরহাট ইউনিয়নের মেষতলী গ্রামের বাবুল মিয়া মজুমদারের ছেলে সোহাগ মিয়া ও অপু মজুমদার। মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গ্রেফতারী পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে আটক করতে সক্ষম হয়। আইনী প্রক্রিয়া শেষে আসামীদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে সোমবার রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের চান্দুল এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিল সহ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যাটারী চালিত অটো টমটম উদ্ধার করা হয়। সোহেল কুমিল্লার সদর দক্ষিণ থানার যগুপুর দক্ষিণ পাড়ার আলী আজমের ছেলে। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে মঙ্গলবার দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD