1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচং সাবেক ৩ শিক্ষককে ঘোড়ার গাড়ি দিয়ে বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

বুড়িচং সাবেক ৩ শিক্ষককে ঘোড়ার গাড়ি দিয়ে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

লড়িবাগ উচ্চ বিদ্যালয়ে সাবেক তিন শিক্ষক, মরহুম আবদুল মতিন ভুঁইয়া( মরণোত্ত), জনাব মো: আবদুল কাদের ও জনাব মো: আবদুল মজিদ ভূঁইয়া অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লড়িবাগ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লরিবাগ উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদ ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এড.মাহাবুবুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জামশেদ আলম ভূঁইয়া।
আরো বক্তব্য রাখেন পর্যায়ক্রমে, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা
আলোচনা শেষে সম্মাননা ক্রেস্ট এবং উপহার প্রদান করেন সাবেক শিক্ষার্থী বৃন্দ ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এক অসাধারণ শিক্ষক ছিলেন মরহুম আবদুল মতিন ভুঁইয়া( মরণোত্ত), জনাব মো: আবদুল কাদের ও জনাব মো: আবদুল মজিদ ভূঁইয়া। তাদের প্রতিটি কর্ম ছিল পরিকল্পিত। শিক্ষকতা জীবনে যতদিন তাদের সাথে কাটিয়েছি, ভালোই লেগেছে।ত্যাগী শিক্ষক ছিলেন তারা। আজ আমরা শিক্ষকদের বিদায় দিলেও মনের ভেতর থাকবেন চিরদিন।
সংবর্ধনার জবাবে অবসরজনিত শিক্ষক মোঃ আবদুল কাদের বলেন আমার চাকরি জীবন সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। এটা আমার সফলতা। এই সফলতার অংশীদার বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারীরা, সাবেক ও বর্তমান শিক্ষার্থী বৃন্দ। কারণ তাঁরা সব সময় আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। এই জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিদায় শিক্ষকদের ঘোড়ার গাড়ি চড়িয়ে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD