1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক সাংসদ আবুল হাসেম খান - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক সাংসদ আবুল হাসেম খান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলায় মা-বাবার কবরের পাশে কুমিল্লা-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল হাসেম খান (৬৮) কে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথক জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ সময় কবরস্থানের পাশে ও এর আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।

এর আগে বুধবার ( ৩১ জানুয়ারি ) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মেয়ে জিমাম আসফিয়া হাসেম জানান, তার বাবা সাবেক সাংসদ এডভোকেট আবুল হাসেম খান বেশকিছু দিন যাবত অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকার একটি হসপিটালে তাঁর ওপেন হার্ট সার্জারী করানো হয়েছিল। এরপর থেকে তিনি অসুস্থ অবস্থায় দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সর্বশেষ তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোর ৫ টা ১০ মিনিটে মারা গেছেন।
তিনি আরও জানান, সাংসদ আবুল হাসেম খানের প্রথম জানাজা বুধবার ( ৩১ জানুয়ারি ) বাদ যোহর জাতীয় সংসদের ৬নং ভবনের সামনে অনুষ্ঠিত হয়। পরেরদিন বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জজ কোর্ট প্রাঙ্গণে, জোহর নামাজের পর ব্রাহ্মণপাড়ায়, বাদ আছর বুড়িচংয়ে, বাদ মাগরিব বুড়িচংয়ের ঘিলাতলায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পৃথক জানাজা শেষে তার মা-বাবার কবরের পাশে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। সাংসদ আবুল হাসেম খান মৃত্যুকালে স্ত্রী ও চার কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এডভোকেট আবুল হাসেম খান কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-৫ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের, কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, কুমিল্লা দ. আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুছ ছালাম বেগ, কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, এডভোকেট জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD