1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মতলব ব্রহ্মানন্দ যোগাশ্রমে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন ২৪ ফেব্রুয়ারী - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

মতলব ব্রহ্মানন্দ যোগাশ্রমে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন ২৪ ফেব্রুয়ারী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৪৫ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

আসছে ১০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (২৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ) শনিবার মাঘীপূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ এর প্রতিষ্ঠিত ঐতিবাহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়নস্থিত চর চাঁদপুর ব্রহ্মানন্দ যোগাশ্রমে মহা মধুময় বিশ্ব জননী শান্তি, বিশ্ব মানবতার মহাস্বস্তি, সর্বভূতের অশেষ কল্যাণ, জন জাগরণী প্রেম সম্পৃক্ত ভাবনার প্রসারণ ও ধর্মীয় উদ্দীপনার বিকিরণ কল্পে আচার্য্যপাদ, মহামন্ডলেশ্বর পরমহংসদেব শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের অমেয় শক্তি সঞ্চারনী অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে শ্রী শ্রী মৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর অশেষ কৃপায় পরমারাধ্য, পুজ্যষ্পাদ শ্রী শ্রী গুরু মহারাজের শুভাগমন এবং ব্রহ্মানন্দ যোগাশ্রমের ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে।

তদুপলক্ষে প্রথম দিন ১০ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেল ৩টায় ওঁকার ও বাবা মনির বিগ্রহ নিয়ে পল্লী পরিভ্রমণ এবং সন্ধ্যায় মঙ্গল শঙ্খ ধ্বনি, সমবেত প্রেম ধ্বনি, মঙ্গল ঘট পূরণ শেষে মাঘীপূর্ণিমা উৎসবের অধিবাস।

দ্বিতীয় দিন ১১ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারী) শনিবার ব্রহ্মমুহূর্তে মঙ্গলারতি, প্রভাতীয়া শিবস্তুস্তি, গুরু বন্দনা ও হরি ওঁ কীর্তন। এরপর শ্রী শ্রী চণ্ডী পাঠ শেষে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞের শুভারম্ভ এবং সকাল ১১টায় দীক্ষা দান অনুষ্ঠান, দুপুর ২টায় উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় “অসাম্প্রদায়িকতা ধর্মের ভূষণ”- শীর্ষক ধর্মীয় আলোচনা। এর উদ্বোধন করবেন চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ বিশ্ব বরেণ্য যোগাচার্য্য শ্রী শ্রী মৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এতে চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমের সভাপতি বাবু শংকর রাও নাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন দুঃস্থ অবহেলিত, নিপিড়ীত মানুষের একমাত্র আশ্রয় চট্টলবীর এবং অদূল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রীযুক্ত বাবু অদূল চৌধুরী এবং মহান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অদূল অনিতা ট্রাস্টের কো-চেয়ারম্যান নারী জাগরণের প্রদীপ্ত কন্ঠস্বর শ্রীমতি অনিতা চৌধুরী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখবেন চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমের সাধারণ সম্পাদক বাবু সমরেশ হালদার।

ওই যজ্ঞানুষ্ঠানে পৌরোহিত্য করবেন চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রী শ্রী মৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। যজ্ঞে অংশ গ্রহণ করবেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনে শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী জগদ্বীশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ সেবানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ সচীন ব্রহ্মচারী মহারাজসহ বিভিন্ন মঠাশ্রমের মহাত্ম মহারাজবৃন্দ।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রম কমিটির নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD