1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা থেকে চোরাই ৫৬ মোবাইল উদ্ধার,গ্রেফতার ৩ - Dainik Cumilla
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা নগরীতে ফুটপাত ও যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা কুমিল্লায় এক নারীকে জবাই করে হত্যাচেষ্টা, হামলাকারী আটক বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি লিপু, সেক্রেটারি ইমরান ও সাংগঠনিক সম্পাদক ম্যাক রানা মুরাদনগরের ধর্ষণ মামলার চার আসামির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ বরুড়ার অধিকাংশ সরকারি ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা থেকে চোরাই ৫৬ মোবাইল উদ্ধার,গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

নেকবর হোসেন

নরসিংদীর পলাশে একটি দোকান থেকে চুরি হওয়া মোবাইলসহ তিনজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, গত বছরের ৮ ডিসেম্বর ভোরে পলাশ নতুন বাজারে ওয়াপদা গেটের বিপরীতে মীম টেলিকম নামে একটি মোবাইলের দোকানের তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা বিভিন্ন ব্র্যান্ডের ১৩৬টি মোবাইল চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় পলাশ থানায় মামলা হওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদের ইকতিয়ার উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ আলতাব হোসেনসহ একটি চৌকস টিম মামলাটি তদন্ত শুরু করেন।
পরে বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৯ জানুয়ারি) কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে। পরে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের গ্রেপ্তার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এছাড়া গ্রেপ্তারদের সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD