1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলায় লাইসেন্স নাই ১০৭ ক্লিনিক-ডায়গনস্টিকের,লাইসেন্স প্রাপ্ত ৪৬৬ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা জেলায় লাইসেন্স নাই ১০৭ ক্লিনিক-ডায়গনস্টিকের,লাইসেন্স প্রাপ্ত ৪৬৬

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলায় ১০৭টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। এর মধ্যে ৮৮টি প্রতিষ্ঠানের আবেদন লাইসেন্সের জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং ১৯টি প্রতিষ্ঠান একেবারে বন্ধ রয়েছে। লাইসেন্সপ্রাপ্ত মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৪৬৬টি। কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ১৭ উপজেলার ৫৭৩ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার। তিনি জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। যাদের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অধিদপ্তর নির্দেশনা দিবেন- আর যাদের লাইসেন্স নাই তাদের বন্ধ করা হয়েছে। আমরা সকল প্রতিষ্ঠানকেই পর্যবেক্ষণে রাখছি- যাদের বিরুদ্ধেই নিয়মলঙ্ঘনের অভিযোগ আসবে আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো। আমাদের নিয়মিত অভিযান অব্যহত আছে।

জানা গেছে, পরিবেশ সনদ, নারকোটিক(মাদক) সনদ, ফায়ার লাইসেন্সসহ মোট ২১টি শর্ত পূরণের মাধ্যমে একটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ লাইসেন্স মিলে। তাছাড়া তারা কোন রোগীকে সেবা দিতে নিবন্ধিত হতে পারে না। আর এসব অনিবন্ধিত বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের আড়ালেই অপচিকিৎসা ও ভুল চিকিৎসায় প্রাণহানির মতো ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ২০২৩ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় কয়েকটি ক্লিনিকে ভুল চিকিৎসার দায়ে প্রাণহানির ঘটনা সারাদেশে সামালোচিত হয়। পরে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নেয় স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রইস আবদুর রব ক্ষোভ প্রকাশ করে জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। আমাদের আগে উচিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহন- কিন্তু দুঃখের বিষয় আমরা আগেই প্রতিষ্ঠান খুলে বসি। নতুন স্বাস্থ্য মন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন- আশা করি কুমিল্লার লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪ টি বেসরকারি ক্লিনিকও ডায়গনস্টিক প্রতিষ্ঠান রোগী সেবা প্রদানের জন্য পূর্ণাঙ্গ লাইসেন্স সংগ্রহ করতে পারেন নি। দাউদকান্দিতে লাইসেন্স নাই দশটির,লাকসামে লাইসেন্স নাই নয়টির, চৌদ্দগ্রামে লাইসেন্স নাই আটটির,নাঙ্গলাকোটে লাইসেন্স নাই সাতটির, মুরাদনগরে লাইসেন্স নাই চারটির,বরুড়ায় লাইসেন্স নাই পাঁচটির, বুড়িচংয়ে লাইসেন্স নাই একটির, ব্রাহ্মণপাড়ায় লাইসেন্স নাই পাঁচটির, তিতাসে লাইসেন্স নাই নয়টির,মেঘনায় লাইসেন্স নাই আটটির,মনোহরগঞ্জে লাইসেন্স নাই চারটির, লালমাইতে লাইসেন্স নাই ছয়টির,হোমনায় লাইসেন্স নাই পাঁচটির,চান্দিনায় লাইসেন্স নাই পাঁচটির এবং সদরে লাইসেন্স নাই একটির।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD