স্টাফ রিপোর্টার।।
শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। হযরতের ১২০তম ওরস উপলক্ষে আজ দারোগাবাড়ী হজরতের মাজার শরীফে বাদ ফজর হতে কোরআনুল করিম খতমে তেলোয়াত বাদ জোহর আগত মেহমানদের আপ্যায়ন বাদ আছর হামদ, নাত, গজল ও শানে আউলিয়া পরিবেশন, বাদ মাগরিব শিজরা শরীফ ও গাউছিয়া শরীফ পরিবেশন, বাদ এশা কোরআন-হাদিস, ইজমা ও
কেয়াসভিত্তিক ওয়াজ, মিলাদ- মাহফিল, শানে রেসালাত ও নিজস্ব প্রতিবেদক ভারতের গাজীপুর থেকে আগত মহান ওলী কুমিল্লার তাপসকুলের রবি ও আধ্যাত্মিক সূফী সাধক,
গাউছে জামান, সুলতানুল কুমিল্লা হযরত মাওলানা শাহ্ সুফি হাফেজ ক্বারী আবদুল্লাহ্ আল- ক্বাদেরী গাজীপুরী (রহঃ)-এঁর
১২০ তম ওরস মোবারক চিরাচরিত তারিখ মোতাবেক আজ মাঘ মাসের ১লা
বৃহস্পতিবার কুমিল্লার দারোগাবাড়ী হজরতের মাজার বেলায়েত সম্পর্কিত বয়ান পেশ
এবং শুক্রবার বাদ ফজর আখেরী
মোনাজাত ও তাবারুক বিতরণ।
হজরত শাহ্ আবদুল্লাহ্ আল- ক্বাদেরী গাজীপুরী (রহঃ)-এঁর ১২০ তম ওরস মোবারক ওরস উপলক্ষে আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটি হজরতের দারোগাবাড়ী মাজার শরীফ
জেয়ারত, রাতব্যাপী সোসাইটির কার্যালয়ে হযরত শাহ্ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রহঃ) আজ হজরত শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা, খতমে ক্বাদেরী, মিলাদ-মাহফিল ও বাদফজর আখেরী মোনাজাত করবেন হজরত শাহ্ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রহঃ) নাতি মুরিদ ও আরেফে রাব্বানী শাহ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহতারম হযরত রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী।