1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সিএনজি চালক ইকতার হোসেনকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড - Dainik Cumilla
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা নগরীতে ফুটপাত ও যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা কুমিল্লায় এক নারীকে জবাই করে হত্যাচেষ্টা, হামলাকারী আটক বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি লিপু, সেক্রেটারি ইমরান ও সাংগঠনিক সম্পাদক ম্যাক রানা মুরাদনগরের ধর্ষণ মামলার চার আসামির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ বরুড়ার অধিকাংশ সরকারি ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় সিএনজি চালক ইকতার হোসেনকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার ।।

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি অটোরিকশায় চালক ইকতার হোসেনকে পানিতে চুবিয়ে মারার অপরাধে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০), দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবে বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটি’র ছেলে সুমন (২২) ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবে বাড়ি) গ্রামের রুবেল (২৩)।

মামলার বিবরণে জানা যায়- ২০১৩ সালের ২৪ এপ্রিল সিএনজি অটোরিকশা চালক ইকতার হোসেন রাতে বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। পরদিন দাউদকান্দি থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন, ০২ জন সিএনজি অটোরিকশা ছিনতাইকারীকে দাউদকান্দি থানাধীন পুটিয়া বেকিনগর হিমালয় মৎস প্রজেক্টের মাঝামাঝি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে থানাপুলিশকে খবর দেয়। আরও জানতে পারে যে, ছিনতাইকারীরা যাত্রী বেশে সিএনজিতে উঠিয়া প্রস্রাবের কথা বলে গাড়ীটি থামিয়ে ভিকটিম ইকতারকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মেরে পানিতে চুবিয়ে তাঁকে হত্যা করে কচুরিপানা দিয়ে ডেকে লাশ ঘুম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ আটক করে থানাপুলিশকে খবর দেয়। এ ঘটনায় ২০১৩ সালের ২৫ এপ্রিল কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের আঃ রহমান বাবুর্চীর ছেলে নিহতের বড়ভাই মোঃ আক্তার হোসেন বাদী হয়ে একই দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০), দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবে বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটি’র ছেলে সুমন (২২) ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবে বাড়ি) গ্রামের রুবেল (২৩) কে আসামি করে দঃ বিঃ ৩০২/৩৯৪/২০১/৪১১ ধারার বিধানমতে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এস.আই তপন কুমার বাকচী উল্লেখিত ০৪ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাহাদের বিরুদ্ধে ২০১৩ সালের ২৩ আগস্ট অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-২৪৮। তৎপর মামলটি বিচারে আসিলে ২০১৭ সালের ৩ এপ্রিল আসামিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠন করে রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর মধ্যে ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে ও আসামি জাহাঙ্গীর ও ইমরান এর স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিগণের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাহাদিগকে দঃ বিঃ ৩০২/৩৯৪/৩৪ ধারায় দোষী সাবস্থক্রমে পলাতক আসামি কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০), দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবে বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটি’র ছেলে সুমন (২২) ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবে বাড়ি) গ্রামের রুবেল (২৩) কে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডেদন্ডিত করেন। রায়ে আরও উল্লেখ করেন মৃতুদণ্ড প্রাপ্ত আসামিগণের মৃত্যু দণ্ডাদেশ মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত রুজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করেন।
রায় ঘোষণাকালে সকল আসামি আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
রাষ্টপক্ষের কৌশলী আইনজীবী অতিঃ পিপি মোঃ নুরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করিবেন এবং আসামিপক্ষের এডভোকেট এম. এ আদনান ও এডভোকেট ফেরদৌস আক্তার বলেন, রায়ের কপি হাতে পেলে আসামিপক্ষ উচ্চ আদালতে আপীল করবে ইনশাল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD