1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
প্রয়াত এমপি মতিন খসরুর কবর জিয়ারত করলেন নবনির্বাচিত এমপি এমএ জাহের - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

প্রয়াত এমপি মতিন খসরুর কবর জিয়ারত করলেন নবনির্বাচিত এমপি এমএ জাহের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৬২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা -৫ আসনের প্রয়াত সংসদ সদস্য সাবেক আইন মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরুর কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের। মঙ্গলবার(৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন তিনি। উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুল মতিন খসরু মৃত্যু বরণ করার পর এই আসনটিতে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। পরে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে কেটলি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবু জাহের। নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহের বলেছেন, আমি আমার বড় ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের সাহেবের আলোয়ে আলোকিত৷ আমার বড় ভাই ছিলেন খসরু ভাইয়ের একান্ত ভালবাসার মানুষ৷ আমি উপজেলা থেকে সংসদে যাবার স্বপ্ন দেখেছি আমার প্রিয় মানুষ গুলোর স্বপ্নের বুড়িচং- ব্রাহ্মণপাড়া নির্মান করার জন্য৷ আমার প্রথম কাজ হল খসরু ভাইয়ের এবং তাহের সাহেবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা৷ তাই আসুন সবাই মিলে আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ আমার বড় ভাই আবু তাহের এবং খসরু ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করি৷ কবর জিয়ারত কালে উপস্থিত ছিলেন সদর ইউপি সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপু, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মদ, যুবলীগ নেতা ইসরাফিল ভূইয়া, আবু মোছা,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আলী হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আকরাম হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD