1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় জাল ভোটের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লায় জাল ভোটের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে কুমিল্লার কয়েকটি আসনের স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়ে এসব আসনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে কুমিল্লা -৭ চান্দিনা আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ৮৯ টি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন। তিনি ভোট বর্জন ঘোষণা দিয়ে ওই আসনে পুনঃনির্বাচন দাবি করেন। এদিকে একই সংবাদ সম্মেলনে গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক অভিযোগ করেন তিনি নিজের ভোট দিতে পারেন নি। তার কেন্দ্রে সকালেই ব্যালট শেষ হয়ে গেছে।

এদিকে দুপুরের দিকে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান।

এছাড়াও কুমিল্লা-১ দাউদকান্দি আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মোহাম্মদ আমির হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। তারা নৌকা প্রতীকের লোকজনের বিরুদ্ধে কেন্দ্র দখল, জালভোট এবং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আনেন।

কুমিল্লার ১১ টি আসনে সকাল ৮ টা থেকে কম ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার পর থেকে বেশিরভাগ ভোটকেন্দ্রই ফাঁকা হয়ে পড়ে। এসুযোগে কেন্দ্রগুলোতে জাল ভোটের শুরু হয়। অপরদিকে অনেক কেন্দ্রে ভোট শুরুর ঘন্টাখানেকের মধ্যেই জালভোট ও এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটতে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD