1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৫ আসনে জোড়ালো প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চার নেতা - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

কুমিল্লা-৫ আসনে জোড়ালো প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চার নেতা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৫১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান। অপর দিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত তিন হেভিওয়েট নেতাও স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে এ আসনে নির্বাচনের মাঠে জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ আওয়ামীপন্থি স্বতন্ত্র প্রার্থীরা।

জানা গেছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২৪ প্রার্থী দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে এদের মধ্য থেকে এই আসনের বর্তমান সাংসদ অ্যাডভোকেট আবুল হাসেম খানকে আবারও নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনকে উৎসবমুখর করার লক্ষ্যে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ায় অন্যান্য আসনের মতো এই আসনেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। এতে আওয়ামী লীগের চার নেতার মধ্যে হচ্ছে জোরালো প্রতিদ্বন্দ্বিতা।

স্বতন্ত্র থেকে এই আসনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ফুলকপি প্রতীকে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু জাহের কেটলি প্রতীকে ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে পুরোদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে আওয়ামী লীগপন্থি তিন স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পড়েছেন জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি।

তবে সম্প্রতি এই আসনের আওয়ামী লীগপন্থী আরেক স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ ছাড়াও এই আসনে স্বতন্ত্র থেকে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীক নিয়ে লড়ছেন দলটির নির্বাহী মহাসচিব বাকী বিল্লাহ আল আযহারী ও গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে লড়ছেন আলীমূল এহসান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, অন্যান্য দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে এতে আওয়ামী লীগপন্থি তিন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পড়েছেন জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। এতে আওয়ামী লীগের ভোট চার ভাগে বিভক্ত হবে বলেও জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD