মোঃ রেজাউল হক শাকিল।।
তরুণরা এ দেশের ভবিষ্যৎ। তরুণরা পারবে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে পারলে আমার প্রথম কাজ হবে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।
শনিবার বিকেলে কান্দুঘর বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ একথা বলেন। তিনি আরও বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। বুড়িচং – ব্রাহ্মণপাড়ার মানুষ ন্যায় আদর্শবান ও যোগ্য প্রার্থীকে ভোট দেবে।
পথসভায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সরকার চেয়ারম্যান, মাছুদ সরকার, এডভোকেট জহিরুল ইসলাম, সোহাগ মেম্ববার, নাছির উদ্দিন, আল হেলাল, ইন্জিনিয়ার আলী, মোহাম্মদ আলী, মাছুদ পারভেজ, কাজী ইরফানুল হক, কাজী মতিউল ইসলাম হেলাল, ছফিউল্লাহসহ নেতাকর্মীগণ।
এছাড়া তিনি শনিবার দিনব্যাপী ঈগল মার্কার পক্ষের নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর, মাদপপুর, কান্দুঘর, শিদলাই এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় শওকত মাহবুব পক্ষে নেতাকর্মীগণ মানুষের কাছে ঈগল মার্কার ভোট চান।