1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
প্রধানমন্ত্রী আপনাদেরকে ভালোবাসেন, তিনি নৌকা'কে বিজয়ী করতে বলেছেন - ব্যারিষ্টার নাজিয়া হাসেম তানজি - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা

প্রধানমন্ত্রী আপনাদেরকে ভালোবাসেন, তিনি নৌকা’কে বিজয়ী করতে বলেছেন – ব্যারিষ্টার নাজিয়া হাসেম তানজি

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

মারুফ হোসেন:

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছি। তিনি আপনাদের অনেক ভালোবাসেন। দেশ তথা কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়াকে এগিয়ে নিতে এবং উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে সকলকে কাজ করতে বলেছেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসবেন। আগামী ৭ তারিখ সকলে কেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট দেবেন নৌকায়। আমরা আপনাদের পাশে আছি। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ ❞ বুড়িচং উপজেলার ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং যদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সহ বিভিন্ন স্থানে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন কুমিল্লা ৫ আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খানের বড় কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ আসনে (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান বাইপাস সার্জারি জনিত কারনে অসুস্থ থাকায় প্রচারণায় মাঠে না থাকলেও জোরেশোরেই চলছে জনসংযোগ ও প্রচারণা। তার পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন হাসেম খান ও নৌকা প্রতীকে ভোট প্রত্যাশায়। ভোটের মাঠে পিতার অনুপস্থিতি ঘুচিয়ে সরব অবস্থানে রয়েছেন এমপি কন্যা ব্যারিষ্টার নাজিয়া হাসেম তানজি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও পিতার হয়ে নৌকার পক্ষে জনসংযোগ, উঠান বৈঠক, জনসভা সহ প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার সকাল ৯টায় বুড়িচং উপজেলার ষোলনল প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে বালিখাাড়া বিদ্যালয় মাঠ, পূর্বহুড়া, ভরাসার এবং পরে বাকশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

ষোলনল ও বাকশিমূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও সিনেট সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয়) অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম মাষ্টার, এম এ মতিন এমবিএ,দক্ষিণ জেলা য়ুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান খন্দকার সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাদেরা পারভীন আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, ফারুক খান মেম্বার, সদর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ নেওয়াজ আলী সর্দার,মিজানুর রহমান, ষোলনল ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, যুবলীগ নেতা হিরো মিজান, মোঃ সোলায়মান, সিরাজুল ইসলাম মেম্বার, খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম, উপজেলা ছাত্র লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, শাহাাব উদ্দিন সোহাগ, ছাত্রলীগ নেতা পরান আহাম্মেদ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD