1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার পোড়ানোর অভিযোগ - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

তিতাসে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার পোড়ানোর অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ তিতাস-দাউদকান্দি আসনে স্বতন্ত্র প্রার্থী মাঈম হাসেনের ঈগল মার্কার নির্বাচনি অফিসের পোস্টার পোড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি পুর্ব পশ্চিম পাড়া ও মজিদপুর ইউনিয়নের শিবপুর স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের নির্বাচনী সমর্থক উপজেলা আ’লীগের সদস্য ও জিয়ারকান্দি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো. আবুল হাসেম বলেন, শুক্রবার রাতের কোন এক সময় কে বা কারা অফিসে ঢুকে আগুন দিয়ে প্রায় ৮-১০ টি পোস্টার কেরোসিন ঢেলে পুড়ে ফেলে। ভোরে আমার স্ত্রী হাঁটতে এসে দেখে অফিস খোলা। আমাকে খবর দিলে আমি এসে দেখি কে বা কারা আগুন দিয়ে পোস্টার পুড়ে ফেলেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অপরদিকে উপজেলা মজিদপুর ইউনিয়নের শিবপুর স্টেশনে চেয়ার, টেবিল, ব্যানার ফেস্টুন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ।
ঈগল প্রতীক সমর্থক জাহাঙ্গীর আলম সওদাগর বলেন, বৃহস্পতিবার রাত ১০ টায় আমি অফিস থেকে চলে যাই। কিন্তু শুক্রবার সকালে শুনি অফিসের আসবাবপত্র কিছুই নেই। ৩০টি চেয়ার, ২ টি টেবিল, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সব নিয়ে গেছে কে বা কাহারা।
এ ব্যাপারে তিতাস উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উর রহমান জানান, উপজেলা দড়িকান্দিতে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের নির্বাচনী অফিসে পোস্টার পোড়ানোর খবর পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৯/১২/২৩/

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD