1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আগামী ৭ তারিখ নৌকায় ভোটদিয়ে আমাকে বিজয়ী করবেন: মুজিবুল হক এমপি - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

আগামী ৭ তারিখ নৌকায় ভোটদিয়ে আমাকে বিজয়ী করবেন: মুজিবুল হক এমপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

আল আমিন।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন, গত দশদিন সমস্ত ঘুরে ঘুরে দেখলাম চৌদ্দগ্রামে শুধু নৌকার জোয়ার। মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। জনগণ অধীর আগ্রহে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছে। গোটা চৌদ্দগ্রামের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। আমার নেত্রী এবার ছাড়াও আরো ৭ বার আমাকে নমিনেশন দিয়েছেন। চারবার আমি পাশ করেছি। ৩ বার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর সাহেব যিনি এখন বেঁচে নেই, তাহের সাহেব যিনি এখনো বেঁচে আছেন এবং আল্লাহ আরো বাঁচিয়ে রাখুন আমার কাছে ফেল করেছেন।

কাজী জাফর সাহেব, তাহের সাহেব তাঁদের দলের বড় নেতা কিন্তু এখন যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে আমাকে গালিগালাজ করছে তারাকি তাঁদের চেয়েও বড় হয়ে গেছেন। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম চৌদ্দগ্রামের মানুষ ভালো, তাঁরা বুদ্ধি বিবেক খাটিয়ে আগামী ৭ তারিখ নৌকায় ভোটদিয়ে আমাকে বিজয়ী করবেন এবং যাঁরা দলের সাথে বিশ্বাস ঘাতকতা করছে নৌকায় ভোট দিয়ে তাদের বিচার এ তিনি আরো বলেন, কিছুলোক আওয়ামীলীগ করে টিকেট না পেয়ে নৌকার বিরুদ্ধে চলে গেলেন, অন্য মার্কার ভোট করছেন তাদের আদর্শ ঠিক আছেকিনা আপনাদের কাছে বিচার দিলাম। দুইজন নেতা,একজন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য তমিজ উদ্দিন সেলিম আরেকজন কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন দলের মনোনয়ন চেয়েছেন। না পেয়ে বললেন আমরা নেত্রীর কাছে টিকেট চেয়েছি দিলে ভোট করতাম। যেহেতু নেত্রী দেননি,মুজিব ভাইকে দিয়েছেন তাঁর পক্ষে আছি, তার জন্য কাজ করবো।এরা দলের পরীক্ষিত কর্মী এটাই পরীক্ষিত কর্মীর কাজ। যারা আওয়ামীলীগ করে নৌকার বাইরে চলে গেছেন তাদের প্রতি অনুরোধ, যদি সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেন,জননেত্রী শেখ হাসিনাকে যদি মানেন, নৌকার প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে সব ছেড়েদিয়ে নৌকায় উঠে যান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের মিঞাবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে

তিনি এসব কথা বলেন। উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল কাশেম,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম তমিজ উদ্দিন সেলিম,উপজেলা আওয়ামী সহ-সভাপতি আব্দুল বারিক, ইসহাক খান, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ।

এর আগে মুজিবুল হক এমপি চিওড়া ইউনিয়নের চিওড়া কাজী বাড়িতে বঙ্গবন্ধুর গনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু মিয়া ও সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টি নেতা কাজী জাফর আহমেদের কবর জিয়ারত করেন। এছাড়া তিনি চিওড়া গ্রামে বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে, কাশিনগর ইউনিয়নের দাতামা ও সাতবারিয়া গ্রামে গণসংযোগ সহ উঠান বৈঠক করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোবারক আলী রকি নামের এক হেলপারের নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক আলী রকি চট্টগ্রাম জেলার খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় মিডিয়াম ট্রাক (ড-১২-৫৮০৯) ফেনীগামী ড্রাম ট্রাকে (শ-১১-০৩১৯) পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে মিডিয়াম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতা গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ মিয়া জানান, গুরুতর আহত হেলপার মোবারক আলী রকি পথে তার মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুছরে যাওয়া মিডিয়াম ট্রাক উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে।

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD