মারুফ হোসেন:
কুমিল্লা ৫ আসনের( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের পদপ্রার্থী এড আবুল হাসেম খান এর পক্ষে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বুড়িচং বাজারের প্রধান সড়কে নৌকার ভোট চেয়ে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ব্রাহ্মণপাড়ার আওয়ামী লীগের সভাপতি এবং সতন্ত্র প্রার্থী থেকে সদ্য সরে গিয়ে নৌকা মার্কাকে সমর্থনকারী আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, উপজেলা যুবলীগ নেতা ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন,যুবলীগ নেতা মাহবুবুর রহমান ওয়ালটন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, যুবলীগ নেতা মোতাহের হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, ষোলনল ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান ইমন সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।