1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে নৌকার সমর্থকরা - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে নৌকার সমর্থকরা

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের একটি নির্বাচনী ক্যাম্পে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার পর উপজেলার বড়শলঘর ইউনিয়নের প্রজাপতি বাজারের ওই নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কথা হয়েছে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের অন্তত ১০জন সমর্থকের সাথে। তাদের মধ্যে প্রজাপতি গ্রামের মো. আনোয়ার হোসেন ও মো. তফসির আলম জানায়, প্রজাপতি বাজারে আমরা এই অফিসটা দিয়েছি আজ ৩ দিন। ঘটনার দিন রাত ১টার সময় আমরা অফিস বন্ধ করে যেযার বাড়ি চলে যাই।

ভোর বেলায় ফজরের নামাজ পড়ে অফিসে এসে দেখি কাপড় দিয়ে তৈরি সাইট বেড়াগুলোর বিভিন্ন অংশ পুড়ে গেছে। টেবিল-চেয়ার অগোছালোভাবে পড়ে আছে। পরে ওখানকার স্থানীয় কয়েকজন মুরুব্বী কে ডেকে এনে দেখাই। এই ঘটনার পর থেকে ওই এলাকায় ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সকালে বাজারে এসে শুনেছি গতকাল রাতে স্বতন্ত্র প্রার্থীর অফিসে আগুন লেগেছিল। পরে আমরা গিয়ে দেখে এসেছি। তবে কেবা কাহারা এই কাজ করেছে আমরা বুঝতে পারছি না।

বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ঝাড়ু এবং ওই স্বতন্ত্র প্রার্থীর বয়জ্যেষ্ঠ সমর্থক ইউনুস মিয়া মাস্টার এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কাজটি অনেক নিন্দনীয় কাজ। অপরাধীকে খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থার দাবি জানাই।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া বুধবার বিকেল ৩টায় জানায়, ঘটনাস্থলে এসআই মোহন দত্ত ও পুলিশের কয়েকজন সদস্য গিয়ে দেখে এসেছে। এখনো আমাকে রিপোর্ট করেনি। শুনেছি রাত রাত ১টার পর দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD