সাকলাইন যোবায়ের।।
গোপন শুক্রবার সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ০২ নং উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল সাকিনে শুয়ারখিল মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে সঙ্গীয়চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/জসিম উদ্দীন, এসআই(নিঃ)/মো: জাহিদ হোসেন রায়হান, এসআই /মোঃ মেহেদী হাসান, এএসআই /মোঃ নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় আইন-শৃঙ্খলা ডিউটি, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় অজ্ঞাতনামা ০২ জন আসামীর ফেলে যাওয়া ০১ টি প্রাইভেটকারের ভিতর থেকে ২২ কেজি গাঁজা সহ ০১ টি প্রাইভেটকার উদ্ধার করেন।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার একটি মামলা রুজু করা হয়।