1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
একদিন কষ্ট করে ভোট দিবেন আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবক হয়ে থাকব : আবুল কালাম আজাদ - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

একদিন কষ্ট করে ভোট দিবেন আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবক হয়ে থাকব : আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ বার পঠিত

সাকলাইন যোবায়ের :

কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে অবাধ ও সুষ্ঠু ভোট হবে। সারা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনে দিকে। যদি কেউ স্বপ্ন দেখেন নিজের পছন্দনীয় মার্কায় ভোট কেটে বাক্স ভরে ফেলবেন এটি তাদের দু:স্বপ্ন ছাড়া কিছুই না। জনগণ যাকে চাইবে, জনপ্রিয়তা যার বেশি ভোটে তিনিই নির্বাচিত হবেন।
তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় একটি ভোট চাই, বিনিময়ে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবক হয়ে থাকব। আপনারা একদিন কষ্ট করে ভোট দিবেন বিনিময়ে আগামী ৫ বছর আপনাদের পাশে থাকব। সকলকে ঈগল প্রতিকে ভোট দিতে অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ ঈগল প্রতিকের বিজয় সুনিশ্চিত।
ভোটের ফলাফল কেন্দ্রে ঘোষণা করা হবে, ভয় পাওয়ার কিছুই নেই, তাঁরা গুজব ছড়াবে, হুমকি ধামকি দিবে, এসবে কিছুই হবে না, চারদিকে ঈগলের জোয়ার নেমেছে, এই জোয়ারে সকল অপশক্তি হারিয়ে যাবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ধামতি ইউনিয়নের দুয়ারিয়া আমিন উদ্দিন সরকার তালিমুল কোরআন মাদরাসা মাঠে,উপজেলার গুনাইঘর উত্তর, ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন।
এসময় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. শিমুল সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ূন কবির চেয়ারম্যান, ধামতি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুকের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম, বীরমুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আনিছুর রহমান প্রমুখ।
উল্লেখ্য আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের রাজি মোহাম্মদ ফখরুলের সাথে দেবিদ্বার উপজেলার স্বেচ্ছায় পদগ্যাগকৃত উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের মধ্যে প্রতিদ্বন্ডিতা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD