1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন শুরু - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন শুরু

  • প্রকাশিতঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩ শত ৫৩টি বিদ্যালয়ের প্রায় ৬০ হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।
বুধবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ষাট হাজার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ৩০ হাজার টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে। এবং ১ জানুয়ারী সোমবার বই উৎসবের মাধ্যমে শিশুদের মাঝে বই বিতরনের শুভ উদ্বোধন করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মদন গোপাল চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি রেবেকা সুলতানা, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝি, কচুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুছুর রহমান, গোমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন বেগম শিউলি, বাবুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, পান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদুল জামানসহ স-স স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD