1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আবুল কালাম আজাদ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

দেনিক কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রতিক ঈগল পাপয়ার পর প্রথমে সোমবার বিকেলে কুমিল্লার প্রাচীন ধামতী এবং উটখাড়া দরবার শরীফ জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু করেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বেচ্ছায় উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন এর ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের এ নেতার সাথে মূলত প্রতিদ্বন্দিতা হবে কুমিল্লা ৪ এর বর্তমান সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের সাথে। জানা যায় গত বছর দেবিদ্বারের ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নিয়ে রাজি ফখরুল সংসদ ভবনের কোন এক কক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সামনে প্রকাশ্যে তৎকালীন দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে চড় মারেন এ নিয়ে শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ।

এছাড়া আবুল কালাম আজাদ গত বছর হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা পরিদর্শন করার সময় আবুল কালাম আজাদের গাড়ীকে লক্ষ্য করে গুলি চালান স্থানীয় এমপির সমর্থকরা যা দেশের সব গণমাধ্যমে ফলাও করে এসেছে। কুমিল্লার দেবিদ্বারে সাধারণ মানুষের কথা বলে জানাযায়, স্থানীয় আওয়ামী লীগের মধ্যে কোন্দলসহ বিভিন্ন কারণে রাজী মোহাম্মদ ফখরুল অনেকটাই ইমেজ সংকটে পরেছেন যা নির্বাচনে প্রভাব পরবে বলে তাদের ধারণা।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন এর ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় স্বতন্ত্র সংসদ প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমি নৌকা বিপক্ষে প্রার্থী হয়নি আমার রক্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মিশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইচ্ছে করলে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সে পরিপ্রেক্ষিতে সারা দেশে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগণ করার সিদ্ধান্ত  নিয়েছে। তাই কুমিল্লা-৪ ( দেবিদ্বার) আসনের  আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের চাপে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। তিনি আরও বলে, সাধারণ মানুষ দেবিদ্বারে দু:শাসনের পরিবর্তন চায়। তৃণমূল আওয়ামী লীগের নেতারা আজ বঞ্চিত-লাঞ্চিত, অবহেলিত। যারা নিজেদের জায়গা-জমি বিক্রি করে দলের র্দুদিনে আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাঁরা আজ আওয়ামী লীগ জোর করেও করতে পারছেন না। তারা নিজের দলীয় নেতাদের প্রতিহিংসার শিকার হয়ে পদে পদে মামলা হামলার শিকার হচ্ছেন। আমি আশা করছি, প্রশাসন ও  তৃণমূলের হাজার হাজার নেতা-কর্মীর সহযোগিতায় আগামী ৭ জানুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে।  উক্ত ভোটে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।

বর্তমান সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল বলেন, আমি ৩ বার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এ তিনবার আমি ওই এলাকায় প্রচুর উন্নয়ন করেছি। মানুষ আমাকেই নির্বাচিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD