র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল(৪ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫,৩৭,১০০ পিস ভারতীয় আতশজবাজি, ১৭,০০০ পিস ভারতীয় মেহেদী, ১৮,০০০ পিস ভারতীয় চকলেট, ১২৮০ পিস ভারতীয় তেল, ৩৫০০ পিস ভারতীয় পাউডার, ৭২০ পিস Woodwards Gripe Water’সহ ৫ চোরাকারবারি’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চোরাকারবারিরা ১। কুমিল্লা জেলার বরুড়া থানার হরিপুর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে মোঃ সোহেল (২৮); ২। একই জেলার চান্দিনা থানার বরকড়ি গ্রামের আবুল কালাম এর ছেলে মোঃ আরমান (২৭); ৩। একই জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা (মাষ্টারপাড়া) গ্রামের লিটন মিয়া এর ছেলে মোঃ রনি হোসেন (২৬); ৪। একই গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে এমরান হোসেন (২৪) এবং ৫ । খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত হযরত আলী এর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,প্রাথমিক অনুসন্ধান ও চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী দেশে এনে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।