মোঃ রেজাউল হক শাকিল।।
নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল হওয়া কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির খান চৌধুরী মনোনয়ন বৈধ হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রার্থীদের আপিল শুনানিতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তিতে জাহাঙ্গীর খান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন জাহাঙ্গীর খান চৌধুরী। সেই সিদ্ধান্ত মোতাবেক তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিন তিনিসহ কুমিল্লা-৫ আসনের আরো কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার আপিল শুনানিতে জাহাঙ্গীর খান চৌধুরী তার প্রার্থিতা ফিরে পান।