1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানা - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লার দেবীদ্বারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানাসহ সতর্কীকরণ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ’ ও ‘বেগম রোকায়া দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী নৌকার পক্ষে ভোট চান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এ আসনের রাজী মোহাম্মদ ফখরুল একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং স্বতন্ত্র এবং নৌকার প্রার্থী হিসেবে দু’বারের এমপিসহ ১৫ বছর ধরে আপনাদের উন্নয়নে কাজ করেছেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেবীদ্বারকে স্মার্ট দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনারা আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দেবেন, তারা হাত তুলে সমর্থন দেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা দাড়িয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে নির্বাচনী বক্তব্য না দিতে অনুরোধ করেন। এসময় আবুল কাসেম ওমানী বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠান থেকে বেড়িয়ে যান। সরকারি অনুষ্ঠানে একটি নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী বক্তব্যদানের বিষয়টি সমালোচনার ঝর উঠে। শনিবার বিকেল ৪টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা তার নিজ কার্যালয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে ডেকে এনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় মঞ্চে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,- কুমিল্লা (উঃ) জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শিরিন সুলতানা, জেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।

উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানী বলেন, আমি বক্তব্য দিতে গিয়ে আবেগ থেকে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেলেছিলাম।

শনিবার বিকেল সাড়ে ৪টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেই আচরণবিধি লঙ্ঘন করবে, প্রমান পেলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD