1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ২ ইয়াবা ব্যবসায়ী আটক - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ২ ইয়াবা ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলামিন ( ৩৪ ) ও মোঃ বাবুল মিয়া ( ২৫ ) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানাপুলিশ।
শুক্রবার ( ১ ডিসেম্বর ) বিকেলে উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ পরিদর্শক ( এস আই ) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সদর ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের পাশের হাজী আলী আকবর চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে আলামিন ও মোঃ বাবুল মিয়াকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃত আলামিন জেলার বুড়িচং উপজেলার সদর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং মোঃ বাবুল মিয়া একই উপজেলার জগতপুর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD