1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার ৬টি আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা

কুমিল্লার ৬টি আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

নেকবর হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে অন্তত ৬টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এসব আসনে মূলত লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বনাম আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। এর মধ্যে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা), কুমিল্লা-৩ (মুরাদনগর), কুমিল্লা-৪ (দেবিদ্বার), কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া), কুমিল্লা-৭ (চান্দিনা), কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে।
তবে কুমিল্লা-৬ (সদর) কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস), কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ), কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে ভোটের মাঠে তেমন একটা লড়াই হবে না বলেই মনে করা হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিভিন্ন দল থেকে এবং স্বতন্ত্র পদে ১২১জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনে ১২ জন, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে ১২ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৪ জন, কুমিল্লা-৪ (দেবিদ্বার ) আসনে ১৪ জন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ জন,কুমিল্লা- ৬ (সদর)৬ জন প্রার্থী, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১৫ জন প্রার্থী, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ ) আসনে ৯ জন, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে ৭ জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া ১২১ প্রার্থীর মধ্যে ২২টি রাজনৈতিক দল থেকে ৯১ জন এবং স্বতন্ত্র হিসেবে ৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১টি আসনে স্বতন্ত্র পদে যে ৩০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্যে অন্তত ২০ জন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট নেতা।

জেলার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৯ এবং কুমিল্লা-১০ আসন ছাড়া বাকী সব আসনেই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরির বিপক্ষে নির্বাচনের মাঠে আছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবদুল মজিদ,শফিকুল আলম এবং শাহআলম খন্দকার। এ আসনে এমপি মেরির সাথে তুমুল প্রদ্বিন্দ্বিতা গড়ে তুলতে পারেন অধ্যাপক আবদুল মজিদ।

কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, দীর্ঘদিন ধরে মুরাদনগরের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। ভোটের হিসেবে এ আসনে ইউসুফ হারুনের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবেন জাহাঙ্গীর সরকার এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একই অবস্থা কুমিল্লা-৪ আসনেও। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। তাকে চ্যালেঞ্জ জানাতে উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। আবুল কালাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকেই এমপি রাজীর সাথে তার সম্পর্ক রূপ নিয়েছে বৈরীতায়। তা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত গড়ায়। তাই স্পষ্টভাবেই বলা যায়, ভোটে মাঠে এ দুই নেতা কেউ কাউকে সহজে ছাড় দিবেন না।

কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি এডভোকেট আবুল হাসেম খান। এ আসনে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলের চার প্রার্থী। তারা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক এহতেশামুল হাসান রুমি। আসনটিতে জয়ের লক্ষ্যে আঁটঘাট বেধে মাঠে নেমেছে এমপি হাসেম খানসহ বাকি চারজন। ফলে কুমিল্লা-৫ আসনে প্রার্থীদের মধ্যে একটি জমজমাট লড়াইয়ের আভাস ফুটে উঠেছে। এছাড়াও এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি’র চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, বিএনপির বহিস্কৃত নেতা শওকত মাহমুদ।

কুমিল্লা-৬ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। ভোটের মাঠে প্রার্থী হওয়ায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে হচ্ছে না।
কুমিল্লা-৭ চান্দিনা আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত এমপির প্রতিদ্বন্দ্বি হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। দলের মনোনয়ন না পেয়ে সাথে সাথেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন টিটু।

কুমিল্লা-৮ বরুড়া আসনে এবার প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। বর্তমান এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের পরিবর্তে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যাংকার আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
তবে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমপি নজরুল। এছাড়া তার স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক কারণে নাছিমুল আলম নজরুল ভোটের মাঠ থেকে সরে গেলেও প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন তার স্ত্রী। আর শেষ পর্যন্ত যদি এমপি নজরুল নির্বাচনী লড়াইয়ে থেকেই যান- তাহলে এ আসনে জমজমাট লড়াই হবে, তা বলাবাহুল্য।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে সব আসনেই আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করবে বলে মনে করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব। গত বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চৌদ্দগ্রাম আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিভিন্ন আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে প্রশ্ন করা হলে মুজিবুল হক মুজিব বলেন, আমি মনে করে সব আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD