মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী।
বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর ) দুপুরে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সুজন, জেলা পরিষদের সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।
পরে কুমিল্লা-৫ আসনে মনোনয়ন পেতে প্রায় দুই ডজনের বেশি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় তিনিও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করেছিলেন। তবে এ আসনে দল বর্তমান সাংসদ এডভোকেট আবুল হাসেম খানকেই পুনরায় মনোনীত করে।