নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।
কুমিল্লার ১১টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে ১২ জনকে। তারা হলেন –
কুমিল্লা- ১ (দাউদকান্দি-তিতাস) আসনে আমির হোসেন, কুমিল্লা- ২ ( মেঘনা-হোমনা) আসনে এটিএম মনজুরুল ইসলাম, কুমিল্লা- ৩ ( মুরাদনগর) আসনে মো. আলমগীর হোসেন, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে এডভোকেট ইউছুফ আজগর, কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) আসনে মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা- ৬ (সদর) আসনে এয়ার আহমেদ সেলিম ও ওবায়দুল কাদের মোহন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে লুৎফুর রেজা খোকন, কুমিল্লা- ৮ (বরুড়া) আসনে এইচ এম ইরফান। কুমিল্লা- ৯ (লাকসাম- মনোহরগন্জ) আসনে মো. মোস্তফা কামাল, কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট,লালমাই ও সদর দক্ষিণ) আসনে জোনাকি মুন্সী এবং কুমিল্লা- ১১ ( চৌদ্দগ্রাম) আসনে মোস্তফা কামাল।