নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচনের প্রত্যাশায় ১১টি আসন থেকে আরো বেশ কিছু নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল সোমবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে স্থাপন করা নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তারা। এছাড়া অনেকে অনলাইনেও দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। আবার কেউ কেউ ফরম জমাও দিয়েছেন।
তৃতীয় দিনে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা-এর মধ্যে কুমিল্লা-৬ সদর আসন থেকে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী আকবর, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবদুল মান্নান, কুমিল্লা-৫ বুড়িচং-বাহ্মণপাড়া আসন থেকে যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ সহ বিভিন্ন আসন থেকে ডজনখানেক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ তৃতীয় দিনে ৭৩৩ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ৭০৯ জন আর অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। তিনদিনে মোট ফরম বিক্রির হয়েছে ৩ হাজার ১৯ টি। তিন দিনে ফরম বিক্রি থেকে মোট আয় ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।