মো. মহসিন বিন হাবিব, তিতাস।।
কুমিল্লার তিতাসে ২১ মামলার এক আসামিকে একশত পাঁচ পিস ১০৫ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে তিতাস থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামী উপজেলার গাজীপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৪২)। তিতাস থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১৮-৫০ মি: তিতাস থানার উপ-পরিদর্শক এসআই ইমরুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা বলরামপুর ইউনিয়নের গাজীপুরস্থ জামাল মিয়ার পরিত্যক্ত ঘরের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তারকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।