1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বঙ্গমাতা গোল্ডকাপ; বিভাগীয় শিরোপা জয়ে ছুঁটছে দেবীদ্বার'র আফরিন সানজিদারা - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী ব্রাহ্মণপাড়ায় সমাজসেবার ক্ষুদ্রঋণ পেলেন ২৬ জন সুবিধাভোগী ব্রাহ্মণপাড়ায় খুন্তি পুড়িয়ে দুই শিশুর শরীরে ছ্যাঁকা দিলো আপন মা নিষিদ্ধ ঘোষণার পরও ক্যাম্পাসে ছাত্রদল- শিবিরের রাজনীতি ফেরাতে মরিয়া কুবি প্রশাসন! কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র সকল ওয়ার্ড কমিটি হস্তান্তর

বঙ্গমাতা গোল্ডকাপ; বিভাগীয় শিরোপা জয়ে ছুঁটছে দেবীদ্বার’র আফরিন সানজিদারা

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৬৯৩ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উপজেলা, জেলা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে শিরোপা জয়ের স্বপ্নে ছুটে চলছে দেবীদ্বারের আফরিন, সানজিদা, কাশফিয়া, নাদিয়াসহ একদল ক্ষুদে ফুটবলার।

রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্রগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে নোয়াখালী জেলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে প্রাথমিক পড়ুয়া ক্ষুদে ফুটবল টিম। সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটির বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আফরিন ও সানজিদারা।

ক্ষুদে ফুটবলারদের খেলা দেখতে ও তাদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, আজকের এই আফরিন, সানজিদারাই আগামীর ভবিষ্যৎ। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তাদের হাত ধরেই একদিন দেবীদ্বার তথা বাংলাদেশ এগিয়ে যাবে। মাঠে উপস্থিত থেকে তাদের বিজয় দেখে ভালো লাগছে, আগামীতেও তাদের এ বিজয় অব্যাহত থাকুক। দেবীদ্বার উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে জানাই শুভেচ্ছা এবং আগামীর জন্য শুভকামনা।

এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান নির্বাচক আব্দুর রহমান, খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, কোচ মোঃমেহেদী হাসান, টিম ম্যানেজার কুহিনূর আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত (১৮ সেপ্টেম্বর) জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কুমিল্লা সদর দক্ষিণ’কে ৪-০ গোলে হারিয়ে চ্যাপিয়ান হওয়ার গৌরব অর্জন করে সেই সাথে বিভাগীয় পর্যায়ে খেলার টিকিট কনফার্ম করে দেবীদ্বারের খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ক্ষুদে ফুটবলাররা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD