1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনা কক্সবাজার রেললাইনসহ যা দেখছেন সব কিছু ৪১ সালের আলামত- এমপি বাহার - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

শেখ হাসিনা কক্সবাজার রেললাইনসহ যা দেখছেন সব কিছু ৪১ সালের আলামত- এমপি বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা সদর আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, বলেন, কুমিল্লার মানুষ কার দয়ায় আছে! শেখ হাসিনার দয়ায় আছে। হাজার হাজার মা-বোনদের ভাতার কার্ড করে দিয়েছে এই শেখ হাসিনা। কক্সবাজার রেললাইনসহ যা দেখছেন সব কিছু ৪১ সালের আলামত। আর আমি যখন পৌরসভা নির্বাচন করেছিলাম তখন আমি অনেক তরুন ছিলাম। আমার সাথে বড়দের মধ্যে মফিজুর রহমান বাবলু ভাই (বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান) ছাড়া আর কেউ তেমন বড় ছিলোনা। তখন অনেক বড় বড় নেতাদের প্রত্যাখান করে জনগণ আমাকে ভোট দিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছিলো। আমি নির্বাচিত হয়ে সকল লোভ-লালসা প্রত্যাখান করে কুমিল্লার মানুষের জন্য কাজ শুরু করেছিলাম। এরপর থেকে আমাকে কুমিল্লার মানুষে ভালোবাসতে শুরু করেছে।

মঙ্গলবার নগরীর ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পদ্মা ব্রীজ করে দিয়েছে শেখ হাসিনা। এখানে একটি টাকাও দূর্নীতি হয়নি। এখন এই ব্রীজটি দিয়ে জনগন আসা-যাওয়া করছে। শুধু তাই নয় কর্ণফুলী টার্নেল মানি পানির নিচে রাস্তা করে দিয়েছে শেখ হাসিনা। একটি জাতীকে ধ্বংস করার জন্য জাতীর জনককে হত্যা করেছে। এই হত্যার মাধ্যমে জাতীকে যখন ধ্বংস করতে চেয়েছিলো, ঠিক তখনই জাতীর ক্রান্তিলগ্নে বাঙালি জাতীর হাল ধরেছেন। হাল ধরার পর আজকে দেশের কি অবস্থা। আগামী ৩০ সালে বাংলাদেশের কোথাও গরীব বলতে কেউ থাকবেনা।

সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটিকর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত,
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান,সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা, কোষাদক্ষ আলী মনসুর ফারুক প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD