1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অনলাইন মিডিয়ায় অপপ্রচার; আ:লীগ নেতার সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার অটোরিকশা চালক ১৫ লাখ টাকা ফেরত দিলেন মালিককে চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর মিশুক চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন; ঘাতক রিফাত আটক নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর লাশ উদ্ধার কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিক্টোরিয়া সরকারি কলেজ অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

অনলাইন মিডিয়ায় অপপ্রচার; আ:লীগ নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী সারওয়ার হোসেন বাবুর বিরুদ্ধে ইত্তেফাক অনলাইন পোর্টালসহ কয়েকটি আন্ডারগ্রাউন্ড অনলাইন পোর্টালে এক তরফা নিউজ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সারওয়ার হোসেন বাবু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
কুমিল্লা উত্তর জেলার নতুন কমিটি শিগগিরই ঘোষিত হবে বলে জানা যাচ্ছে। আমিও ঐ কমিটিতে সভাপতি/আহ্বায়ক পদে প্রার্থী হিসেবে জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দিয়েছি। আমি পূর্বের কমিটিতেও একমাত্র যুগ্ম-আহবায়ক পদে দায়িত্ব পালন করেছি এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকেরও দায়িত্ব পালন করেছি। এবার সভাপতি পদে আমার নাম আলোচনায় থাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে
আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়ে মিডিয়ার মাধ্যমে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একতরফা নিউজ প্রচার করিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি একটি দায়িত্বশীল জাতীয় দৈনিক ইত্তেফাকের মতো জনপ্রিয় অনলাইন পোর্টালে কিভাবে আমার বক্তব্য না নিয়ে একতরফা নিউজ প্রচার করলো তা আমার বোধগম্য নয়।
তিনি আরো বলেন, যখন এই ধরনের মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ প্রকাশ করা হয়েছে তখন থেকে এই নিউজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। নিউজে আমার বিরুদ্ধে যা লেখা হয়েছে তা ভিত্তিহীন। এর কোন কিছুর মধ্যেই আমি জড়িত না,তার সকল প্রমান আমার আছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় একটি কুচক্রিমহল আমার পিছনে শুরু থেকেই লেগে আছে, আবারও এই সমস্ত নোংরামি শুরু করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার।

উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং ১৯:৫৯ মিনিটে ইত্তেফাক অনলাইন ডেস্ক দিয়ে
“কুমিল্লায় যুবলীগের পদ বাগাতে মরিয়া বিতর্কিতরা, তৃণমূলে দুশ্চিন্তা” শিরোনাম দিয়ে প্রকাশিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD