1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ২ হোটেলকে ভোক্তা অধিকারের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
রবিবার, ১১ মে ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার কুমিল্লায় তরুন উদ্যোক্তা তৈরী করতে ‘ডিজিটাল গুরুর’ যাত্রা ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা নাঙ্গলকোটে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত-১২ ইউএনও নিজে কম্বাইন হারভেস্টারে কর্তন করলেন প্রদর্শনীর ধান কুমিল্লায় অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ২ হোটেলকে ভোক্তা অধিকারের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে ঢাকা-চট্টগ্রাম হাইও‌য়ের কু‌মিল্লা অং‌শের বি‌ভিন্ন হাইও‌য়ে হো‌টে‌লে তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করা হ‌য়।

সোমবার ( ৩০ জানুয়ারী) সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ভোক্তা অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট দুই প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এ সময় বা‌সি খাবার বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে ফ্রিজে সংরক্ষণ করা, অননু‌মোদিত উপাদান দি‌য়ে খাদ‌্য প্রস্তুত ও অ‌বৈধ প্রক্রিয়ায় খাবার সংরক্ষণ করায় পদুয়ার বাজার এলাকার হো‌টেল নূরজাহানকে ৮০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

ওই হোটেল থেকে ৫৭০ পিচ বা‌সি টিকা কাবাব ও পোকাযুক্ত ১২ লিটার রসমালাই‌য়ের ঝোল জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়। এছাড়াও ‌ফ্রিজে একই সা‌থে কাঁচা মাছ মাং‌সের সা‌থে মসলা ও রান্না করা খাবার সংরক্ষণ করা ও অনু‌মোদনহীন পণ‌্য বি‌ক্রি করায় ছন্দু হো‌টেল এন্ড রেস্টু‌রেন্টকে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়। এ সময় ৮ কেজি বা‌সি বাটা মসলা, ১ কৌটা হাই‌ডোজ ও ১৪ পিচ অনু‌মোদনহীন রেডবুল জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়। হো‌টেলগু‌লো‌তে নির্ধা‌রিত মূল‌্য থে‌কে অ‌তি‌রিক্ত মূল‌্য আদায় না কর‌তে এবং সেবার মূল‌্য তা‌লিকা একা‌ধিক দৃশ‌্যমান স্থা‌নে প্রদর্শনের নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

এছাড়াও (সোমবার ২৯ জানুয়ারী) রা‌কিবুল ইসলাম না‌মের একজন ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে নগরীর ঝাউতলা এলাকার মুন হস‌পিটাল‌কে সেবার মূল‌্য তা‌লিকা প্রদর্শন না ক‌রে অ‌তি‌রিক্ত মূল‌্য আদায় করার অ‌ভি‌যো‌গে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অ‌ভি‌যোগকারী জনাব রা‌কিবুল ইসলাম‌কে প্রণোদনা হি‌সেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মনজুরুল আলম ভুইয়া এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD