1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিট পুলিশিং মতবিনিময় সভায় যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

বিট পুলিশিং মতবিনিময় সভায় যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার

  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

তাপস চন্দ্র সরকার:

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ কামরান হোসেন বলেছেন- বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা আপনাদের কাছে বার বার ছুটে আসি। বঙ্গবন্ধু চেয়েছিলেন আমাদের দেশের সন্তানরা একদিন এসপি, ডিসি হবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে কাজ করে যাচ্ছেন তাতে দ্রত সময়ের মধ্যে আমাদের দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। আমাদের দেশকে সকলে ভালবাসতে হবে। বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিং নারী নির্যাতন, মাদক সহ সকল আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রোখতে হবে। আইনকে সহযোগিতা করতে আইন কে হাতে তুলে নেয়া যাবে না। মাদক এখন সমাজের ভয়াবহ ক্যান্সার রোগে পরিণত হয়েছে। মাদক কে না করতে হবে। মাদক ব্যবসায়ীদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে।যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। সকল অভিভাবক, শিক্ষক এবং সমাজ পরিচালক গণ যুব ও কিশোরদের প্রতি নজর রাখতে হবে যাতে এ সমাজ মাদকাসক্ত না হয়। শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের হল রুমে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের।
বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন- থানার সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং বিট পুলিশিং এর এস আই মোঃ নুরুল ইসলাম।

বিট পুলিশিং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল মন্সুর মজুমদার রাজিব।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রেজাউল করিম সাদকপুর, উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, মাওলানা সুপার সফিকুর রহমান ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এম এ আজাদ, এডভোকেট জামাল হোসেন।
আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম ভূইয়া, আজিজুর রহমান পেশকার, প্রভাষক আল আমিন, প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন লিটন, সুপার মাওলানা নেয়ামত উল্লাহ, প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান পুলিশ, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আলম খা, শাহ আলম ভূইয়া, আমির হোসেন আর্মি, কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সুলতান আহমদ মুন্সি, বাংলাদেশ ইউনিয়ন মেম্বার কল্যাণ পরিষদের উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন (সাংবাদিক), ডা. নজরুল ইসলাম ভূইয়া মেম্বার, , জসিম উদ্দিন আবির মেম্বার, শেফাউল করিম মেম্বার, জামাল হোসেন মেম্বার, আতিকুল ইসলাম আবুল মেম্বার ও তোফায়েল হোসেন মেম্বার প্রমূখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD